
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যাওয়ায় সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রবিবার (২৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে পাথর বোঝাই একটি ট্রাক সেতুর মাঝামাঝি অংশে পৌঁছালে পাটাতনটি ভেঙে যায় এবং ট্রাকটি আটকে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের পুরনো ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় সেতুটি এমনিতেই ঝুঁকিপূর্ণ ছিল। এর আগেও कईবার সেতুর পাটাতন দেবে যাওয়া ও ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।
সেতুটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সোনাহাট স্থলবন্দরের ব্যবসায়ীসহ স্থানীয়রা। বিশেষ করে, এইচএসসি পরীক্ষার্থী ও অফিসগামী লোকজন বিপাকে পড়েছেন। সেতুর দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে এবং অনেককে জরুরি প্রয়োজনে নৌকা দিয়ে নদী পার হতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, ব্রিটিশ শাসনামলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেললাইন স্থাপনের সময় দুধকুমার নদের ওপর এই সেতুটি নির্মিত হয়। স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটির একটি অংশ ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এরশাদ সরকারের আমলে এটি মেরামত করে ভূরুঙ্গামারীর তিনটি ইউনিয়ন এবং কচাকাটা ও মাদারগঞ্জের সাথে সড়ক যোগাযোগ পুনরায় চালু করা হয়।
ভুক্তভোগী এইচএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, রাজিমুল ও সোহেল রানা জানান, সেতু বন্ধ থাকায় তাদের পায়ে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যেতে হচ্ছে। অটোচালক বাবুল মিয়া জানান, যাত্রী নিয়ে এসে আটকা পড়ায় তার রোজগার বন্ধ হয়ে গেছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের কারণে সেতুর পাটাতন ভেঙে গেছে। মেরামতের কাজ চলছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে