মাদারীপুরে জগন্নাথদেবের রথযাত্রায় অংশ নিলেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ

মাদারীপুর প্রতিনিধি | ২৯ জুন ২০২৫

শ্রী শ্রী জগন্নাথদেবের শুভ রথযাত্রা উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় মহোৎসব। এ আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক ভক্ত, ধর্মপ্রাণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রথযাত্রার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, স্বেচ্ছাসেবক দল মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং মাদারীপুর সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি।

তিনি বলেন,

“ধর্মীয় সম্প্রীতি ও ঐতিহ্যের এই মহোৎসবে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”

এ সময় তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ৩১ দফা অনুযায়ী সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদারীপুর জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *