ময়মনসিংহে ৩টি মানব কঙ্কালসহ আটক ১যুবক

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার ভালুকায় ৩টি মানব কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আজ ২০ নভেম্বর শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশিকালীন তাকে আটক করা হয়। শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর পুত্র মাসুদ রানা । পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে একটি বাসে করে ঢাকা যাওয়ার চেষ্টা করছিলেন। মেহেরাবাড়ী এলাকায় যৌথ বাহিনীর স্থাপিত চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে আটক করা হয় । তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মাসুদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ টি মানুষের মাথার খুলি ও অন্যান্য অস্থিসহ পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করা হয়। আটক যুবক ও উদ্ধার হওয়া কঙ্কাল ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছে যে, কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *