মনটা খারাপ করে তাছলিমা আক্তার মুক্তা

সুখ পাখিটা কেমন যেন পালাই পালাই করে , একটু খানি বিপদ দেখলে মনটা খারাপ করে । সুখের পরশ ভালো চিনে বিপদ দেখলেই রাগ , অভিমানে সদা বলে তোর মতো তুই থাক । এমন করলে কেমনে চলে আমার অভিযোগ , দুঃখ ছাড়া মিলবেনা তো কোনো দিনই সুখ । ভালোর পিঠে মন্দ থাকে সুখের পিঠে দুখ , কাছের পিঠেই দূর থাকে ভাঙলে শুধু বুক । ভালোর সাথে মন্দ গুলো আপন করে নিয়ো , তবেই হবে দূরের আপন হাত বাড়িয়ে দিয়ো । কিছু আঘাত সয়ে নিয়ো কিছু স্বার্থ ভুলে , দুঃখও সেদিন সুখ মনে হবে হাজার ব্যথিতও হলে । সুখ যদি হয় ভাই আর দুঃখ হলো বোন , সবটুকুনি মেনে নিলেই শান্তি পাবে মন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *