গফরগাঁওয়ের সন্ত্রাসী যুবলীগ কর্মী জহিরুল গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়ন যুবলীগ কর্মী, সন্ত্রাসী জহিরুলকে আটক করেছে স্থানীয় জনতা। গত সোমবার রাতে পাঁচভাগ মোড় থেকে তাকে আটক করা হয়। পরে‌ থানা পুলিশের হাতে তাকে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত জহিরুল চরশাঁখচূড়া গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে। পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইবনে আজহার মাহমুদ জানান, আটককৃত যুবলীগ কর্মী সন্ত্রাসী জহিরুলের বিরুদ্ধে পাঁচভাগ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা, বাড়িঘর ও দোকানপাট ভাংচুরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত জহিরুলকে নাশকতা মামলায় আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *