
গাজীপুর প্রতিনিধি-
ঢাকা কাপাসিয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত হয়েছে। নিহত দুজন হলো তাহদুল্লাহ (১৫) ও ৬ বছরের এক শিশু। তাৎখনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কিশোরগঞ্জ থেকে সিএনজিযোগে গাজীপুর যাওয়ার পথে কাপাসিয়ার (পল্লী বিদ্যুৎ) জামিরার চর এলাকায় সিএনজিকে একটি অজ্ঞাত বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থল থেকে তিনজন সিএনজি যাত্রীকে আহত অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে দুই শিশুকে মৃত ঘোষণা করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। কাপাসিয়া থানার এস. আই. সোহাগ হোসেন জানান, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের স্থানীয় কেউ চিনতে পারছে না। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কৃষ্ণ কুমার দাস বলেন, দুজনকে হাসপাতালে মৃত আনা হয়েছে। অপর একজনকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সিএনজিটি উদ্ধার করে থানা আনা হয়েছে।