মাদারীপুরে কাঁচা রাস্তার দুরবস্থায় জনদুর্ভোগ, দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ মাটির রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। ব্যাবহার অনুপযোগী এই রাস্তার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষার মৌসুমে রাস্তাটি কাদায় একেবারে তলিয়ে যায়। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে রোগীবাহী যানবাহন চলাচলও চরমভাবে ব্যাহত হয়। শুকনো মৌসুমেও ধুলাবালির কারণে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়ে। বহুদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় কয়েকজন জানান, “এই রাস্তাটি আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। প্রতিদিন স্কুল, বাজার ও হাসপাতাল যেতে হলে এই রাস্তা ব্যবহার করতে হয়। কিন্তু অবস্থাটা এমন যে, জীবনের ঝুঁকি নিয়েই চলতে হয়।”

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকা করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *