ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ আটক ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক হারবাল ট্যাবলেটসহ উছমান গনি (৩৬) নামে একজনকে গ্রেফতার করেছে । আজ ৪ জুলাই মধ্যরাতে পুলিশ গ্রেফতারকৃতের বাড়ীতে অভিযান চালিয়ে যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করে।আটকৃত উছমান গনি চৌদার গ্রামের জামাল উদ্দিনের পুত্র । জব্দকৃত যৌন উত্তেজক হারবাল ট্যাবলেটের বাজার মূল্য ৭৫ হাজার টাকা হবে বলে পুলিশ জানান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উছমান গনি দীর্ঘদিন যাবত এইসব নিষিদ্ধ যৌন উত্তেজক বড়ি, হালুয়া বিক্রি করে আসছে। এখানে উল্লেখ্য অন লাইনে যৌন উত্তেজক বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে উঠতি বয়সি ছেলেদের আর্কষিত করে, দেশের বিভিন্ন জায়গায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সে পার্সেল পাঠিয়ে থাকেন। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকনুজ্জামান জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে উছমান গনির বিরুদ্ধে মামলা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *