ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অভিযানে ট্রাক চোর চক্রের সদস্য গ্রেফতার ০১

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
দিবাকালীন নিয়মিত টহল ডিউটিসহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ, নান্দাইল মডেল থানা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৪জুলাই ২০২৫ইং বেলা অনুমান ১২.৩০ ঘটিকার সময় নান্দাইল থানাধীন মোয়াজ্জেমপুর ইউনিয়নের চামটা বাজারস্থ জনৈক সাদেক মিয়ার ধানের দোকানের পাশের গলির ভিতর থেকে একটি চোরাই হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৫-৫৩২৮, চেসিস নং-373144J5R100985, ইঞ্জিন নং-697TC48KR112762, উদ্ধারসহ ট্রাক চোর চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া(৩৮)পিতা মৃত শহীদুল্লাহ, মাতা হামিদা খাতুন, গ্রাম সংগ্রাম কেলি, ইউপি শেরপুর,নান্দাইল, জেলা ময়মনসিংহ। নান্দাইল মডেল থানার মামলা নাম্বার-০৭, তারিখ-০৪/০৭/২৫, ধারা-৪১৩ পেনাল কোড রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য যে ট্রাক চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *