হিন্দু নারী ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

রবিবার (২৯ জুন) বিকালে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে মুরাদনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তাররুজ্জামান সরকার।

তিনি বলেন, “রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা বাহেরচর গ্রামে আওয়ামী লীগ নেতা ফজর আলী ও ছাত্রলীগের সুমনের গং এক হিন্দু নারীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। এটি শুধু একজন নারীর উপর নয়, সমগ্র নারী জাতির ওপর হামলা।”
তিনি আরও অভিযোগ করে বলেন, “এই ঘটনায় অভিযুক্তরা আওয়ামী লীগের কর্মী হলেও উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ওপর দোষ চাপিয়ে কায়কোবাদ দাদার সুনাম ক্ষুণ্নের চেষ্টা চলছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল আলম শাওন, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক সেলিম ভূইয়া, হোমনা পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *