
কেশবপুর -(যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী এর আয়োজনে আসছে আগামী ক্রয়োদশ নির্বাচনের ভোট কেন্দ্রের পোলিং এজেন্ট দের নিয়ে এক কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করেন। ৩০ জুন সোমবার দুপুর ৩:৩০ মিনিট থেকে শুরু করে বিকাল ৪:৩০ মিনিট পযন্ত মহিলা সদস্যদের নিয়ে শেষ করেন। পরবর্তীতে পুরুষ পোলিং এজেন্ট দের নিয়ে বিকাল ৫ টা থেকে শুরু করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলার আমীর অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,যশোর জেলা সিনিয়র সহকারী সেক্রেটারি মোঃ বেলাল হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম কুদ্দুস, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এবং জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস সহ যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ । এছাড়া উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার নায়েবে আমীর মাষ্টার রেজাউল করিম, উপজেলা সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান,উপজেলা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবীদ তাজামুল ইসলাম দীপু, যুব বিভাগের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি সহ অন্যন্য দায়িত্বশীল গণ। উক্ত পোলিং এজেন্ট প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পোলিং এজেন্টের কাজ হলো, ভোটগ্রহণ পর্যবেক্ষণ: পোলিং এজেন্টরা ভোটকেন্দ্রের ভেতরে উপস্থিত থেকে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তারা নিশ্চিত করেন যে, ভোটার তালিকা থেকে সঠিক ব্যক্তিকে শনাক্ত করে ভোট দিতে দেওয়া হচ্ছে এবং কোনো অনিয়ম হচ্ছে না। গোপনীয়তা রক্ষা: পোলিং এজেন্টরা ভোটদানের গোপনীয়তা রক্ষার জন্য বিশেষভাবে সতর্ক থাকেন। ভোটারদের ভোট প্রদানের প্রক্রিয়া যাতে কেউ দেখতে না পারে, তা নিশ্চিত করা তাদের দায়িত্ব। প্রিজাইডিং অফিসারের সহায়তা:পোলিং এজেন্টরা প্রিজাইডিং অফিসারের কাজে সহায়তা করেন এবং ভোটগ্রহণ সংক্রান্ত যেকোনো বিষয়ে তার সাথে সহযোগিতা করেন। অভিযোগ দাখিল: কোনো অনিয়ম বা অসঙ্গতি নজরে এলে, পোলিং এজেন্টরা প্রিজাইডিং অফিসারের কাছে অভিযোগ দাখিল করতে পারেন। এছাড়া আরো বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু নিরপক্ষ নির্বাচন করার লক্ষে আমাদের অনেক কাজ বাস্তবায়ন করতে হবে। ভোট কেন্দ্রের আশপাশে আমাদের জনশক্তি বেশি করে তৈরি করে ভোটারদের মনবল শক্ত করতে হবে। এছাড়া তিনি পোলিং এজেন্টের দিয়ে ভোট কেন্দ্রের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরিশেষে উক্ত প্রশিক্ষণ কর্মশালা সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করেন।