
ফুটপাত আমার রাজধানী অলিগলিতে ঘর বাড়ি , ঝড় বৃষ্টি দাওয়া করলে ফুটওভার ব্রিজ দখল করি । দোকানের বেঞ্চ খাট পালঙ পচা ফলমূলের দারুণ সোপ, বাসি এঁটো খাবারের উচ্ছিষ্ট আমার দেহের ভিটামিন খুব। হারনোর জুতোর একটা চটি বাকীটা ফেলে দেওয়া জোড়া, গাড়ি মুছা পুরনো কাপড়ের দিয়েছি হাজারো তালি জড়ো। কুকুর বিড়ালের সাথে রোজ কাড়াকাড়ি করে খাবার খেতে, লোকে যতই মন্দ বলুক আমায় এদের সাথে আনন্দে থাকি মেতে। মায়ের মতো আদর করে করে মশারা শোনায় হাজারো গান , তেলাপোকা গুলো ছুটাছুটি করে আমাকে করে কতো যে সম্মান। ব্যাটারি বিহীন আলোকিত লাইট অবিরত দিচ্ছে জোছনার আলো বিল বিহীন ফ্যানের বাতাসে মুছে ফেলেছি হৃদয়ের কালো । এঁরাই আমার আত্মীয় স্বজন এঁরাই জীবনের প্রকৃত বন্ধু , এদের সাথেই ভালো আছি ভাঙে না এরা মনের সিন্ধু।