খারিজের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এক ব্যক্তির কাছ থেকে খারিজ করে দেয়ার কথা বলে অর্থ আত্নসাতের অভিযোগ উঠেছে, একই ইউনিয়নের ধলাদিয়া (চিনাশুখানিয়া) গ্রামের মৃত সামসুদ্দিন এর ছেলে জহিরুল ইসলামের (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভুগির ছেলে ও গণমাধ্যমকর্মী মামুন হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, জহিরুল ইসলাম মামুনের পরিচিত। বিগত ২০২৩ সালের জুলাই মাসে জহিরুল ইসলামের সাথে নামজারীর বিষয়ে আলোচনা করলে, তিনি জানান প্রয়োজনীয় কাগজপত্রসহ ষোল হাজার টাকা দিলে দ্রুত নামজারী করে দিতে পারবে। তাই তিন ধাপে জহিরুল ইসলামকে সরল বিশ্বাসে নগদ ১৬,০০০/- হাজার টাকা প্রদান করে। পরে জহিরুল হোয়াটসঅ্যাপে মামুনকে নাম জারীর একটি আবেদনের ছবি ম্যাসেজ করে মাত্র। পরবর্তীতে উক্ত বিষয়ে বিবাদীর স্ত্রীকে অবগত করা হলে তিনি জানান “কয়েক দিন পরে আমার নিকট হতে টাকা নিয়ে যাবেন বলে অঙ্গীকার করে।” অদ্যাবধি উক্ত টাকা ফেরত দেয়নি। পরে বিবাদীর কাছে খারিজের টাকা ফেরত চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে ১৫/০৬/২৫ইং ৪টার দিকে রাজেন্দ্রপুর বাজারে পেয়ে, বিবাদীর নিকট থেকে খারিজের পাওনা টাকা ফেরত অথবা খারিজ করে দেয়ার কথা বললে বিবাদী তার সাথে অত্যান্ত খারাপ আচরণ করে। এতে বাদী প্রতিবাদ করলে তাকে হুমকি দেয় যে টাকা ও খারিজ কোনটাই দিবে না এবং আর কোন দিন টাকা ফেরত চাইলে তাকেসহ পরিবারের লোকজনের জান মালের ক্ষতি করবে। এছাড়াও, নিজে অঘটন ঘটাইয়ে বাদীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়। এমতাবস্থায় বিবাদী তার সরলতার সুযোগে বিশ্বাস ভঙ্গ করে উক্ত টাকা আত্মসাত করার পায়তারা করতেছে বলে অভিযোগে উঠে এসেছে। এ বিষয়ে জহিরুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,”অভিযোগের বিষয়ে তিনি সঠিক কিছুই জানেনা বলে ফোনটি রেখে দেন।” শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, “যেহেতু, বিষয়টি লেনদেনের তাই কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তদন্ত করে দেখা হবে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *