
মাদারীপুর প্রতিনিধি | ২৬ জুন ২০২৫
দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যখন দমন-পীড়ন, গুম-খুন আর ষড়যন্ত্রের চক্রব্যূহে রাজপথে টিকে থাকার লড়াই করছে, তখন রাজপথে অকুতোভয় সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন মাদারীপুর-৩ আসনের নেতা আনিসুর রহমান তালুকদার খোকন।
বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হলেও তাঁর মধ্যে কখনো ছিল না অহংকার। বরং দলের দুঃসময়ে জীবনকে বাজি রেখে রাজপথে থেকেছেন সিংহের মতো সাহসী ভঙ্গিতে। গুমের শিকার হয়েও মৃত্যুর পথে থেকেও তিনি পিছিয়ে যাননি।
“তারেক রহমানের ভ্যানগার্ড হিসেবে রাজপথে ছিলেন, মাঠে-ময়দানে সর্বক্ষণ সক্রিয় থেকে পেটোয়া বাহিনির বিরুদ্ধে দিয়েছেন জবাব।”
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে তিনি এক সাহসী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চলগুলোতে তাঁর নেতৃত্বে সংগঠনের শক্ত ভিত গড়ে উঠেছে।
রাজনীতির হাতেখড়ি তাঁর বিশ্ববিদ্যালয় জীবনে। সেই থেকেই রাজপথেই তিনি আছেন। উঠান বৈঠক, ইফতার মাহফিল, তৃণমূল কর্মসূচি—সব জায়গায় জনগণের বিপুল অংশগ্রহণ তাঁর জনপ্রিয়তার বাস্তব প্রমাণ।
মাদারীপুর-৩ আসনের সাধারণ জনগণ ও নেতাকর্মীরা আজ বলছে—“খোকন তালুকদারের বিকল্প নেই।” শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, জনগণের পাশে থেকে উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখতেও তাঁকে এমপি হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
তাঁর লক্ষ্য—তারেক রহমানের ৩১ দফা রূপকল্প বাস্তবায়ন এবং মাদারীপুরের মানুষের ভাগ্য পরিবর্তন। তাই মাদারীপুরে বিএনপি এখন আরও সংগঠিত, আরও প্রস্তুত একটি গণতান্ত্রিক বিজয়ের পথে।
✍ রিপোর্টার: হোসাইন মাহমুদ জয়