কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস  পালিত

কেশবপুর -(যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে গত বুধবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা খাতুন। 

বক্তারা বলেন, পরিবেশ আমাদের বন্ধু, পরিবেশকে ধ্বংস না করে রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবেশ বিপর্যয় ঘটলে মানুষ তার সভ্যতাকে হারাবে। প্লাস্টিক ও পলিথিন পরিবেশকে ধ্বংস করে। যেখানে সেখানে প্লাস্টিক পণ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। প্লাস্টিক, পলিথিনের পরির্বতে পাটজাতসহ পঁচনশীল পণ্য ব্যবহার করতে হবে। এই জাতীয় পণ্য ব্যবহারে সকলকে সচেতন করে তুলতে হবে। এছাড়াও পলিথিন বর্জন করাসহ উপজেলার বিভিন্ন নদ-নদী দূষণমুক্ত এবং পৌরশহরের মধ্যকুল এলাকায় যশোর টু চুকনগর মহাসড়কের পাশে ময়লা-আর্বজনা ফেলার জায়গাটি উন্নয়ন করার জন্য উপজেলা প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও পাঁচ হাজার ছয়শত ফলজ গাছের বিতরণ করা হবে। 

দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা শুরুর আগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি রের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গেঞ্জি ও ক্যাপ বিতরণ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রেসক্লাব কেশবপুরের সভাপতি  ওয়াজেদ খান ডাবলু, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য শেখ সাইফুল্লাহ, কমিউনিটি সদস্য আঃ মজিদ বড়ভাই, প্রভাষক রুহুল আমিন, শেখ আসাদুল্লাহ, মাষ্টার আঃ লতিফ, আসাদ, মোশারফ দফাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *