
মাদারীপুর, ২৪ জুন ২০২৫:
মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার এলাকার মোবাইল পার্টস ব্যবসায়ী মাসুম বিল্লাহকে ফেনসিডিলসহ আটক করেছে র্যাব-৮। তিনি পৌরসভা সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ফেনসিডিলের বেশ কয়েকটি বোতল উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মাসুম দীর্ঘদিন ধরে মোবাইল পার্টস ব্যবসার আড়ালে মাদকদ্রব্যের কারবার চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাসুম বিল্লাহ এলাকার পরিচিত মুখ হলেও তার চলাফেরা ও বিভিন্ন সন্দেহজনক কার্যকলাপ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছিল।
র্যাবের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন অনেকেই।