কেশবপুর,( যশোর ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মুক্তার আলী আজ বৃক্ষরোপণ শেষে ছুটে চলেছেন এক জনপদ থেকে আরেক জনপদে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ তিনি গণসংযোগ করেন ২নং সাগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন বাজারে। গণসংযোগকালে বাজারের সাধারণ জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষ অধ্যাপক মুক্তার আলীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামের সাগরদাঁড়ি ইউনিয়ন শাখার আমির প্রভাষক রবিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামের সভাপতি সোহরাব হোসেন,সেক্রেটারি ওলিয়ার রহমান,ডা. হাফিজুর রহমান, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, মীর আব্দুল খাবির, এস এম মতিউর রহমান,মাওলানা মুজিবুর রহমান,শফিকুল ইসলাম সানা সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। গণসংযোগ শেষে এক পথসভায় তিনি বলেন—আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না বৈষম্য, অন্যায় ও অবিচার তিনি আরও আশ্বাস দেন, নির্বাচিত হলে তিনি এই অঞ্চলের সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবেন এবং জনগণের প্রতিনিধি হিসেবে সর্বদা পাশে থাকবেন। সাবলীল ভাষায় দেওয়া বক্তব্যে তিনি জনমানুষের হৃদয়ে দাগ কাটেন এবং তার উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। গণসংযোগ কার্যক্রম শেষে নেতাকর্মীরা তার নেতৃত্বে আগামী নির্বাচনের জন্য আশাবাদ ব্যক্ত করেন।