মাদারীপুর, ২৮ জুন ২০২৫:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কোনো কমিটিতে যদি আওয়ামী লীগের প্রেতাত্মারা জায়গা পায়, তাহলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, কমিটি গঠনের আগে অবশ্যই যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে হবে।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক রাজনৈতিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি গঠন করবেন, আর পরে তারাই এসে হুমকি-ধমকি দিবে এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। জনগণও এই অন্যায় মানবে না।”
আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে আনিসুর রহমান তালুকদার খোকন আরও বলেন, “২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে জয়ী হয়েছে। ২০১৮ সালে তারা রাতেই ভোট দিয়েছে। আর ২০২৪ সালে ইতিহাসের সবচেয়ে বড় প্রহসনের নির্বাচন করে সরকার গঠন করেছে। যেখানে ৩ হাজার ভোটারের কেন্দ্রে ৪ হাজার ভোটও পড়েছে !
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই সরকারের সময় শেষ। আগামী নির্বাচনে বিদেশ থেকে আপনারা শুধু দেখবেন, আর জনগণ হাসিমুখে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে। আওয়ামী লীগ কেবল আফসোস করে দূর থেকে তা দেখবে।”
তিনি বলেন, “বিএনপি কখনোই জোর করে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে জনপ্রতিনিধি হতে চাই। কারচুপির নির্বাচন বিএনপি চায় না।”
ঝাউদি ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা আ. মালেক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা যুবদলের ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।