মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর, ২৫ জুন ২০২৫: সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা মিডিয়া সেন্টার সমাজ উন্নয়ন সংস্থা, মাদারীপুর তাদের প্রধান উপদেষ্টা জনাব মোঃ মোস্তাক আহমেদকে সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান করেছে।
স্থানীয় লেক ভিউ পার্কের স্বপ্নচূড়া রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জনাব মোস্তাক আহমেদের দীর্ঘদিনের কর্মজীবন এবং সমাজের উন্নয়নে তার অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন। জেলা মিডিয়া সেন্টার সমাজ উন্নয়ন সংস্থা মাদারীপুরে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কাজ করে থাকে। জনাব মোস্তাক আহমেদ শুরু থেকেই এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হিসেবে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন।
এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা জনাব আহমেদের কর্মনিষ্ঠা ও অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার সহযোগিতা সংস্থার কার্যক্রমকে আরও প্রসারিত করতে সহায়ক হয়েছে।
অনুষ্ঠানে জনাব মোস্তাক আহমেদ তার বক্তব্যে এই সম্মাননার জন্য জেলা মিডিয়া সেন্টার সমাজ উন্নয়ন সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সকলে জনাব মুস্তাক আহমেদের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন।